স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজশাহী: রাজশাহীতে আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালু করার দাবিতে দুই আদিবাসী সংগঠন পাল্টাপাল্টি মানববন্ধন করেছে।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আদিবাসী ছাত্র পরিষদ ও সাঁওতালী ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কমিটি এ মানববন্ধন দুটির আয়োজন করেছে।
শনিবার সকাল ১০টায় আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি আদিবাসী শিশুদের নিজ মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন করেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি উপেন রবি দাস, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম।
মানববন্ধনে নেতারা বাংলা বর্ণমালার মাধ্যমে প্রাথমিক স্তরের শিশুদের বাংলা বর্ণমালায় নিজ মাতৃভাষা চালুর দাবি জানান।
মানববন্ধন কর্মসূচি চলাকালে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা আদিবাসীদের এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
এদিকে, আদিবাসী ছাত্র পরিষদের এ মানববন্ধনের প্রতিবাদে একই স্থানে কিছুক্ষণ পরেই মানববন্ধন করে রাজশাহীর সাঁওতালী ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কমিটি।
এসময় বক্তারা আদিবাসী ছাত্র পরিষদের দাবির বিষয়ে নিন্দা প্রকাশ করেন।
সাঁওতালী ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কমিটির নেতারা সাঁওতাল শিশুদের প্রাথমিক পাঠ্যপুস্তক বাংলা বর্ণমালায় রচনা না করে রোমান বর্ণমালায় রচনার দাবি জানান।
সাঁওতালী ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কমিটির মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন- আদিবাসী মুক্তি মোর্চা কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক যোগেন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক যাকারিয়াস ডুমরী, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কর্ণেলিউস হাঁসদা, সাঁওতালী ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কমিটির সহসভাপতি বেঞ্জামিন সরেন, সাধারণ সম্পাদক প্রদীপ হেমব্রম।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৩
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=8affc0e0a62d2a9711b8ae34f8cf6aad&nttl=09022013172626
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment