কর্মশালায় সাঁওতাল উইকি বাংলাদেশের সভাপতি সালভাদর পাউরিয়া, সাধারণ সম্পাদক সমর মাইকেল সরেন এবং সাঁওতাল গোত্রপ্রধানদের সর্বোচ্চ নেতা দেশ পাগানা কেরোবিনসহ ১৭টি সাঁওতাল ছাত্রসংগঠনের ৭০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Source: http://ekotha.com/tech/?p=804
সাঁওতালি ভাষায় নিউজ পোর্টাল সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুর
সাঁওতাল সম্প্রদায়ের ভাষায় চালু হলো ওয়েবসাইট ও নিউজ পোর্টাল www.santaliwiki.org। শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবে সাঁওতালি উইকি বাংলাদেশ আয়োজিত দিনব্যাপী এক কর্মশালায় সাইটটি উদ্বোধন করা হয়। এ সময় সাঁওতালি ভাষায় এসএমএসের মাধ্যমে সংবাদ পরিবেশন সুবিধাও চালু করা হয়।প্রাথমিক অবস্থায় মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির মাধ্যমে এ সেবা ব্যবহার করা যাবে।
কর্মশালায় সাঁওতাল উইকি বাংলাদেশের সভাপতি সালভাদর পাউরিয়া, সাধারণ সম্পাদক সমর মাইকেল সরেন এবং সাঁওতাল গোত্রপ্রধানদের সর্বোচ্চ নেতা দেশ পাগানা কেরোবিনসহ ১৭টি সাঁওতাল ছাত্রসংগঠনের ৭০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। Source: http://www.kalerkantho.com/index.php?view=details&type=gold&data=news&pub_no=1191&cat_id=1&menu_id=61&news_type_id=1&index=0&archiev=yes&arch_date=24-03-2013**********************************************************************************
0 comments:
Post a Comment