হতদরিদ্র পরিবার থেকে জিপিএ-৫ পাওয়া এমন শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ৫০ জনকে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট ‘অদম্য মেধাবী তহবিল’ থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে।
শিক্ষক হতে চায় মনোতোষ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলের বেনিপুর সাঁওতাল গ্রামের মনোতোষ হেমব্রেম খেতে কাজ করার পাশাপাশি লেখাপড়া করে স্থানীয় ভেরেন্ডি উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে প্রথমবারের মতো ২০১০ সালে এ গ্রামেরই মেয়ে ছায়া টুডু জিপিএ-৫ পেয়েছিলেন। তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী। মনোতোষ হেমব্রম জানায়, ছায়া টুডুর সাফল্যের ঘটনা তাকে অনুপ্রেরণা জুগিয়েছে। সেও ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে শিক্ষক হতে চায়। তার বাবার নাম পরেশ হেমব্রম।
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-05-18/news/353086
0 comments:
Post a Comment