Place for Advertisement

Please Contact: spbjouralbd@gmail.com

ঘোড়াঘাটে প্রতিপক্ষকে ঘায়েল করতে বাড়িতে অগ্নিসংযোগের মিথ্যা অভিযোগ

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি- দিনাজপুরের ঘোড়াঘাটে একটি হত্যা মামলাকে প্রতিহত করতে একটি পক্ষ তার নিজ রান্না ঘরে অগ্নিসংযোগ করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট তাদের যানমাল নিরাপত্তাসহ মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে স্মারকলিপি দিয়েছে। গত ৬ জুন উপজেলার রঘুনাথপুর গ্রামে একটি আম বাগানের দখলকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে মারামারি হয়। এতে এক পক্ষের ভেলাইন গ্রামের আজহার আলী প্রধানের পুত্র মুরশিদুল আলম ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় ৩৪ জনকে আসামি করে একটি মামলা হয়। এ ঘটনার পর পর সংবাদটি চারিদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন গ্রাম থেকে শত শত লোকের সমাগম ঘটে। এক পর্যায়ে কতিপয় হত্যাকারী পাশে মারিয়ামপুর ক্যাথলিক মিশনে শাখা রঘুনাথপুরে অবস্থিত যিশু ধ্যান চার্চে লুকায়। এ সংবাদ জানতে পেরে কিছু জনতা ওই যিশু ধ্যান চার্চে প্রবেশ করার চেষ্টা করে আসামীদের ধরতে। কিন্তু সেখানে পুলিশের বাধার মুখে জনতা প্রবেশ করতে ব্যর্থ হয়। এরপর বিভিন্ন এলাকা থেকে আসা উত্তেজিত জনতা কিছু আদিবাসী পাড়ায় প্রবেশ করে গরু ছাগল লুট করে নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতা আটক করে জিম্মায় রাখে। গতকাল উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা বেগম সিদ্দীকা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা লুট হয়ে যাওয়া ২৮টি গরুর মধ্যে ২২টি গরু জিম্মাদারের নিকট থেকে গরুর মালিকের নিকট দিয়ে দেয়। পুলিশ সেখানকার পরিস্থিতি শান্ত রাখতে ও ওই চার্চেরসহ আশপাশ ব্যাপক পুলিশ মোতায়েন করেছে। থানা সূত্রে জানা গেছে, গত শনিবার যিশু ধ্যান চার্চের পক্ষ থেকে একটি মামলা দেয়া হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে প্রায় ৩০বছর ধরে তাদের চার্চে হামলা করার জন্য প্রতিপক্ষরা চেষ্টা করে আসছে। অপর দিকে শনিবার রাত ১টার দিকে রঘুনাথপুর গ্রামে নিকোলাস এর রান্না ঘরে অগ্নিসংযোগ হয়। নিকোলাস ওই হত্যা মামলার ১নং আসামি। সে জেলহাজতে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, নিকোলাসের বসতবাড়ী উত্তর দক্ষিণ লম্বা একটি প্রাচীরের সাথে একটি খড়ের চালি ছিল। ওখানে রান্না করা হত। খড়ের চালির উত্তরে পূর্ব পশ্চিম লম্বা নিকোলাসের শয়ন ঘর। অগ্নিসংযোগে শুধুমাত্র খড়ের চালিটি পুড়ে গেলেও শয়ন ঘরের কোন অংশে অগ্নিসংযোগ হয়নি। ফলে এলাকাবাসী মনে করছে ওই হত্যা মামলা প্রতিহত করতেই যিশু ধ্যান চার্চে হামলা, মামলা, বাড়িতে অগ্নিসংযোগের মামলা করছে। এ সংবাদ লেখা পর্যন্ত ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব একটি নিছক ঘটনা। ওসি জানান, সোমবার ভাটিক্যান রাষ্ট্রদূত ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে তিনি অবগত হয়েছেন।
Source:http://cnhnews24.com/?p=7419
Share on Google Plus

About Santali Pạrsi

0 comments:

Post a Comment