প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০:০০
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামে (আদিবাসীদের কাছে চিড়াকুটা নামে পরিচিত) ২৪ জানুয়ারি সকালবেলায় ভূমিদস্যুরা হামলা চালিয়ে আদিবাসীদের ৬০টির অধিক ঘরবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। কিন্তু এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার হতে শুনিনি। আদিবাসীদের লুট হয়ে যাওয়া কিছু গরু, ছাগলসহ বেশ কিছু জিনিসপত্র পুলিশ উদ্ধার করলেও কারা লুট করল তাদের একজনকেও ধরতে পারেনি। এখন পর্যন্ত যেটুকু পুলিশ উদ্ধার করেছে সেটা তারা কোথায় পেয়েছে। কার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সে সম্পর্কেও আমরা কিছু জানি না। আইনের মারপ্যাঁচে ফেলে পুলিশ প্রশাসন খুব সহজেই বলছে, যেহেতু লুটপাটের ঘটনায় মামলা হয়নি, তাই কাউকে ধরা যাচ্ছে না। আদিবাসীরা মামলা করার পর প্রশাসন হয়তো আইনের নতুন কোনো ফাঁক খুঁজে বের করবে। আদিবাসীদের জীবনে এটাই যেন সত্য। আদিবাসীরা অপরাধ করলে তাদের শাস্তি পেতেই হবে আর অন্যরা করলে তাদের শাস্তি না দিয়ে উৎসাহী করা হবে। এর আগেও আমাদের এ এলাকায় এমন ঘটনা ঘটেছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আদিবাসীদের পক্ষ হয়ে এত কম কথা বলা হয় যে সেটা প্রশাসনের কানে গিয়ে পৌঁছায় না। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং দোষীদের উপযুক্ত বিচার দাবি করছি।
মোস্তফা হাসান, কালীবাড়ি, দিনাজপুর।
Source: http://www.kalerkantho.com/print-edition/letters/2015/02/01/182404/print
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment