Bangladesh re Primary School lạgit́ 12,000 সহকারী শিক্ষক ko hatao koa. Ona bakhrate online niyog biggopti ko jạhirakada.
http://www.dpe.gov.bd/ khon download kate saphate ona niyog biggopti bon ńel daṛewaḱa.
সংখ্যালঘুর উপর হামলাকারীদের বিচারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট দেশে সম্প্রতি
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান
জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে তিনি এ আহ্বান করেন।
টুইটারে
তিনি লেখেন, ‘সহিংসতাকারীদের বিচার করে সম্প্রদায়ে শান্তি ফিরিয়ে আনুন’।
তবে এ ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেছেন তিনি।
উল্লেখ্য,
গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির ও হিন্দুদের শতাধিক বাড়িঘরে
ভাঙচুর-লুটপাট চালানো হয়। এরপর তিন দফায় সেখানকার হিন্দুদের বাড়িতে
অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের ওপর এই হামলার পর ভারতসহ একাধিক
রাষ্ট্রের প্রতিনিধিরা প্রতিক্রিয়া দেখিয়েছেন। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নে সাঁওতালদের ওপর হামলার ঘটনা
ঘটে।
0 comments:
Post a Comment