Place for Advertisement

Please Contact: spbjouralbd@gmail.com

সাঁওতাল শিশুদের জন্য রোমান বর্ণমালার পাঠ্যপুস্তক দাবি

আদিবাসী মুক্তি মোর্চার সংবাদ সম্মেলন

রাজশাহী অফিস
সাঁওতাল শিশুদের মাতৃভাষায় শিক্ষার জন্য রোমান বর্ণমালায় পাঠ্যপুস্তক রচনাসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে আদিবাসী মুক্তি মোর্চা নামের একটি সংগঠন। গতকাল বুধবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সাংবাদিক সম্মেলনে রাজশাহীসহ সকল জেলা শহরে সাঁওতালি ভাষা একাডেমি স্থাপন, সরকারি উদ্যোগে সাঁওতালি ভাষায় শব্দকোষ ও পুস্তক রচনার উদ্যোগ গ্রহণ,সাঁওতালি সংস্কৃতি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ, ভাষা উন্নয়নে সাঁওতাল জনগোষ্ঠীর মধ্য থেকে বিশেষজ্ঞ নিয়োগ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আওতায় আদিবাসী ভাষা একাডেমি প্রতিষ্ঠা করে ভাষা সংরক্ষণ আদিবাসী উন্নয়ন পরিষদ গঠনের দাবি জানানো হয়। স্বাধীনতাসহ বাঙালির সকল মুক্তিসংগ্রামে সাঁওতালরা অংশগ্রহণ করেছেন উল্লেখ করে সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বর্তমানে রাষ্ট্রের এক ভয়াবহ রাজনীতির খেলা সমতলের সাঁওতালদের সমাজ বদলের স্বপ্ন ও দিন বদলের স্বপ্নকে ভূলণ্ঠিত করেছে।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আদিবাসী মুক্তি মোর্চা কেন্দ ীয় কমিটির সভাপতি অধ্যাপক যোগেন্দ নাথ সরেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক জাকারিয়াস ডুমরী, সাঁওতালি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কমিটির সভাপতি গাব্রিয়েল হাঁসদা, মাহালে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কমিটির সভাপতি মেরিনা হাঁসদা প্রমুখ উপস্থিত ছিলেন।
Source: http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDFfMTBfMTNfMV8yNV8xXzEwMjE0
***************************************************************************
Share on Google Plus

About Santali Pạrsi

0 comments:

Post a Comment