বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মোর্শেদ আলী ঘোড়াঘাট উপজেলার রঘুনাথপুর এলাকার আজাহার আলীর ছেলে।
আহতরা হলেন, আজাহার আলী (৬০), তার ছেলে মাহাবুব আলম (৩৫) ও আরিফুল আলম (২৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার রঘুনাথপুর এলাকায় এক একর সম্পত্তির ওপর একটি আমবাগানের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আদিবাসী নিকোলাস মার্ডি ও ভেলাইল গ্রামের আজাহার আলীর মধ্যে বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার সকালে আজাহার আলী তার তিন ছেলে মিলে ওই বাগানে আম পাড়তে গেলে আদিবাসীরা বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিষয়টি ঘোড়াঘাট থানা পুলিশকে অবহিত করা হয়।পরে থানা থেকে পুলিশ এসে বিষয়টি মিমাংসার উদ্যোগ নেয়। কিন্তু এরই মধ্যে পুলিশের উপস্থিতিতে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের ঘটনায় মোর্শেদ আলী প্রতিপক্ষের আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় একই পরিবারের ৩ জন আহত হয়।
পরে ঘোড়াঘাট থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষের ঘটনায় পুলিশ নিকোলাস মার্ডিকে আটক করেছে।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Source:http://uttorbangla.com/?p=10515
0 comments:
Post a Comment