Place for Advertisement

Please Contact: spbjouralbd@gmail.com

তিলকপুরে সাওতাল সম্প্রদায়ের “মারাংবুরু” উৎসব অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশনিউজ২৪x৭.কম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মৌলভীবাজার জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক বিকাশ ও সংরক্ষণ কর্মসূচীর আওতায় কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমীর আয়োজনে কুলাউড়ার তিলকপুর চা বাগানে সাওতাল সম্প্রদায়ের “মারাংবুরু” উৎসব পালিত হয়। গত ৫ জুন রোববার দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল পূজার্চ্চনা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিবাহ ও শিকারী নৃত্য, আলোচনা সভা, মহাপ্রসাদ বিতরন প্রভৃতি। মণিপুরী ললিতকলা একাডেমীর আয়োজনে সাওতাল সম্প্রদায়ের সহযোগীতায় এই উৎসক অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মণিপুরী ললিতকলা একাডেমীর নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহের সভাপতিত্বে ও উৎসব উদযাপন কমিটির সভাপতি শ্যাম কান্ত সিংহের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যাপ্টিষ্ট মিশনের ব্যবস্থাপক বীরবল বৈদ্য। রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল উপেক্ষা করে অনুষ্ঠানে সাওতাল সম্প্রদায়ের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধারাবাহিক অনুষ্ঠানের অংশ হিসেবে গত রোববার কুলাউড়ার তিলকপুর চা বাগানে সাওতাল সম্প্রদায়ের উল্লেখযোগ্য ধর্মীয় “মারাংবুরু” অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশনিউজ২৪x৭.কম/প্রতিনিধি/জাআ/এসএকে

Source: http://bdn24x7.com/?p=8530
Share on Google Plus

About Santali Pạrsi

0 comments:

Post a Comment