ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৫
ইনকিলাব ডেস্ক : ইংরেজির ভাষার দৌরাত্ম্যে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে জার্মান ভাষা। বিষয়টি ভাবিয়ে তুলেছে সচেতন জার্মানদের। সারাবিশ্বের সমস্ত ভাষাকে পিছু হটিয়ে দাপটের সাথে বিস্তার লাভ করে চলেছে ইংরেজি। অর্থনীতি বিজ্ঞান ও প্রযুক্তি, সামাজিক গণমাধ্যম সবখানেই আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির দৌরাত্ম্যে বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে জার্মান ভাষার পাশাপাশি অন্য ভাষাগুলোও। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জার্মানদের অনেকেই আক্ষেপ করে বলেছেন, তাদের ভাষার এই করুণ পরিণতি এর আগে কখনো হয়নি। কেউ কেউ মনে করছেন, তাদের ভাষার ক্ষেত্রে ইংরেজির ক্রমপ্রসারমান আধিপত্যে এক সময় লোপ পাবে জার্মান ভাষা। ভাষা একটি চারাগাছের মত। ঠিকমত পরিচর্যা বা চর্চিত না হলে তা একসময় মরে যায়। ইউনেস্কোর এক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষাগুলোর প্রায় অর্ধেক বিলুপ্তির দারপ্রান্তে পৌঁছে গেছে। পৃথিবীর ৯০ শতাংশ জনগনের ব্যবহৃত প্রায় ৬ হাজার ভাষা ইন্টারনেটের সার্চ ইঞ্জিন বা ওয়েবসাইটগুলোতে পাওয়া যায় না। ইংরোজি এবং গুটিকয় ভাষা ছাড়া এককথায় ডিজিটাল দুনিয়াতে এগুলোর কোন অস্তিত্বই নেই। ইউনেস্কো বিষয়টিকে বিশ্বের ভাষাগত বৈচিত্রের ক্ষেত্রে একটি ক্রমবর্ধমান হুমকি হিসেবে অভিহিত করেছে। গত ১শ বছরে নিউজ, টক, ফান, শো অথবা লাভ এর মত ইংরেজি শব্দগুলো চারশো বছর ধরে জার্মানদের মার্জনা অর্জন করলেও ডিজিটালযুগের ইংরেজি শব্দগুলো মেনে নিতে নারাজ তারা। তাই সচেতন জার্মানরা যার যার মাতৃভাষা রক্ষা করতে নিজস্ব ভাষা এবং এর উপভাষাগুলো ব্যাপকভাবে ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছেন। ডয়েচে ভ্যালে।
See more at: http://www.dailyinqilab.com/2015/02/23/241956.php
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment