[ সাঁওতালরা মাদারপুর গির্জা চত্বরে ]
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইক্ষু খামার সংলগ্ন মাদারপুর ও জয়পুর সাঁওতালপল্লি
পরিদর্শন করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। আদিবাসী
বিষয়ক সংসদীয় ককাশের প্রতিনিধিদলও এলাকা পরিদর্শন করছেন।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা জানতে সকাল ১০টায় তারা সাঁওতালপল্লিতে যান। তারা আদিবাসীদের ঘরবাড়ি ঘুরে দেখেন ও তাদের সাথে কথা বলেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সংসদের প্রতিনিধিরা সাঁওতালপল্লিতে আসছেন এমন খবরে সকাল থেকে সাঁওতালরা মাদারপুর গির্জা চত্বরে সমবেত হন। প্রতিনিধিদলটি গির্জায় গণশুনানি করছে।
http://www.independent24.tv/details/1523
0 comments:
Post a Comment