Published on Nov 5, 2017
আগুনের ভয়াবহ স্মৃতি আর দু:খ-কষ্টের পাহাড় সাথে নিয়ে একটি বছর কেটে গেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালদের । আশ্বাসের বাণীগুলো বাতাসে উড়লেও বাস্তবতার মুখ দেখেনি। আর মামলাতেও নেই উল্লেখযোগ্য অগ্রগতি। জমির মালিকানার বিরোধও নিষ্পত্তি হয়নি। এজন্য সাঁওতালদের আদালতে যাওয়ার পরামর্শ সচেতন মহলের।
আগুনের ভয়াবহ স্মৃতি আর দু:খ-কষ্টের পাহাড় সাথে নিয়ে একটি বছর কেটে গেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালদের । আশ্বাসের বাণীগুলো বাতাসে উড়লেও বাস্তবতার মুখ দেখেনি। আর মামলাতেও নেই উল্লেখযোগ্য অগ্রগতি। জমির মালিকানার বিরোধও নিষ্পত্তি হয়নি। এজন্য সাঁওতালদের আদালতে যাওয়ার পরামর্শ সচেতন মহলের।
শরীর জুড়ে বুলেটের অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন চরণ মূর্মূর মতো গুলিবিদ্ধ সাঁওতালরা। আর জমি থেকে উচ্ছেদের পর চিনিকলের লাগানো আখের গাছগুলো বেশ হৃষ্টপুষ্ট হলেও কাঁটাতারের ওপারে বিচারের অপেক্ষায় কেবল দীর্ঘশ্বাস ফেলে যাচ্ছেন নির্যাতিত মানুষগুলো। সংঘাত নয় আলোচনার মধ্য দিয়েই হতে পারে শান্তিপূর্ণ সমাধান। নয়তো জমির দাবি নিয়ে সাঁওতালদের আদালতের শরণাপন্ন হওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা।
সাঁওতালদের অভিযোগ, অভিযুক্ত পুলিশ সদস্যদের বদলি করা হলেও ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের কুশিলবরা। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন, যার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলবে তাকেই গ্রেফতার করবেন তারা।
বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি দাবি করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে বসতি গড়ে তোলে সাঁওতালরা। ২০১৬ সালের ৬ নভেম্বর আগুন জ্বালিয়ে উচ্ছেদ করা হয় তাদের। এরপর একই ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় দু’টি মামলা হলে উচ্চ আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
শরীর জুড়ে বুলেটের অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন চরণ মূর্মূর মতো গুলিবিদ্ধ সাঁওতালরা। আর জমি থেকে উচ্ছেদের পর চিনিকলের লাগানো আখের গাছগুলো বেশ হৃষ্টপুষ্ট হলেও কাঁটাতারের ওপারে বিচারের অপেক্ষায় কেবল দীর্ঘশ্বাস ফেলে যাচ্ছেন নির্যাতিত মানুষগুলো। সংঘাত নয় আলোচনার মধ্য দিয়েই হতে পারে শান্তিপূর্ণ সমাধান। নয়তো জমির দাবি নিয়ে সাঁওতালদের আদালতের শরণাপন্ন হওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা।
সাঁওতালদের অভিযোগ, অভিযুক্ত পুলিশ সদস্যদের বদলি করা হলেও ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের কুশিলবরা। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন, যার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলবে তাকেই গ্রেফতার করবেন তারা।
বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি দাবি করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে বসতি গড়ে তোলে সাঁওতালরা। ২০১৬ সালের ৬ নভেম্বর আগুন জ্বালিয়ে উচ্ছেদ করা হয় তাদের। এরপর একই ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় দু’টি মামলা হলে উচ্চ আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
ওমর আল-মুখতার সম্পর্কে জেনে নিন
ReplyDelete