Place for Advertisement

Please Contact: spbjouralbd@gmail.com

বাংলা লিপি

বাংলা লিপি ব্রাহ্মী লিপি পরিবারের অন্তর্গত একটি আবুগিদা লিপি৷ বাংলা লিপি বাংলা, অসমীয়া, মণিপুরিসিলেটি ভাষায় ব্যবহৃত হয়৷ দেবনাগরী লিপির সাথে বাংলা লিপির অনেক মিল রয়েছে, তবে বাংলা লিপির গঠন তুলনামূলকভাবে কম আয়তাকার ও বেশী সর্পিল৷ বাংলা লিপি দেবনাগরী লিপির পূর্বসূরী নাগরী লিপি থেকে উদ্ভূত হয়েছে বলে মনে করা হয়৷ ১৭৭৮ সালে অক্ষরস্থাপক চার্ল্‌স্ উইলকিন্‌স্ লিপিটির আধুনিক রূপ সর্বপ্রথম নিয়মাবদ্ধ করেন৷ অসমীয়া ও অন্যান্য ভাষায় বাংলা লিপির যে সংস্করণগুলো ব্যবহৃত হয়, সেগুলোতে কিছু ছোটখাটো পার্থক্য রয়েছে৷ যেমন: (বাংলা র; অসমীয়া ৰ) এবং (অসমীয়া ৱ; কোন বাংলা প্রতিলিপি নেই)৷


বাংলা চিহ্ন

] স্বরবর্ণ

বাংলা লিপিতে বর্তমানে ১১টি স্বরবর্ণ আছে যা ৭টি প্রধান স্বর উচ্চারণের জন্য ব্যবহৃত হয়।
মূলত প্রাকৃত থেকে বাংলা বর্ণমালার সৃষ্টি হয়েছে। এই বর্ণমালায় বর্তমানে মোট ৪৯ টি বর্ণ রয়েছে।

বাংলা ভাষার প্রথম বর্ণ।এটি নঞ্‌ অব্যয়ের রূপান্তর ঘটে ন=অ হয়েছে। বাংলা ভাষায় অব্যয় এবং উপসর্গ এই দুটি রূপে ব্যবহৃত হয়।

অ এর ব্যবহার

চর্যাপদ এবং মধ্যযুগীয় কিছু রচনায় এর ভিন্ন রূপ লক্ষ্যনীয়। মধ্যবাংলায় পূর্ণতা অর্থে ব্যবহৃত হত। যেমন: অকুমারী= পূর্ণ কুমারী। তবে কালের প্রবাহমাত্রায় শব্দের শুরুতে বসে ভিন্ন অর্থ প্রকাশ করে থাকে। বর্তমানে চলিত ভাষায় উপসর্গ শব্দের শুরুতে বসে-বিরোধ, অপ্রশস্ততা, অল্পতা, অভাব, অন্যত্ব এবং সাদৃশ্য এই ছয়টি অর্থ প্রকাশ করে থাকে।

মধ্যযুগীয় লিপিতে অ

অ এর চর্যপদীয় রূপ

স্বরবর্ণ
অক্ষরস্বরচিহ্ন [kɔ] (ক)ইংরেজিতে যেভাবে লেখা হয়IPA
(none)kô and kokɔ and ko
কাkaka
কিkiki
কীkiki
কুkuku
কূkuku
কৃkrikri
কেkê and kekæ and ke
কৈkoikoj
কোkoko
কৌkoukow

Modifiers

Other modifier symbols
চিহ্ন [kɔ] (ক) এর সাথেনামকাজইংরেজি অক্ষরেIPA
ক্হসন্তঅ-স্বর উচ্চারিত হয় না-[k]
কৎখণ্ড তত্‌ এর আরেকটি রূপt[kɔt]
কংঅনুস্বরঙ এর আরেকটি রূপņ[kɔŋ]
কঃবিসর্গহ্‌ এর আরেকটি রূপ :[kɔh] / [kɔ]
কঁচন্দ্রবিন্দুসানুনাসিক স্বরñ[kɲ]

অন্যান্য ইন্ডিক ভাষার হসন্ত, অনুঃস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু এর সাথে তুলনীয়।

ব্যঞ্জনবর্ণ

ব্যঞ্জনবর্ণ
অক্ষরইংরেজিতে নামইংরেজিতে যেভাবে লেখা হয়IPA
BengaliScriptKo.svgkk
khôkhkh
gg
ghôghgɦ
ungô, umôņŋ
chôch
chhôchhh
borgio jô
(burgijjô)
j
jhôjhɦ
ingô, niônɲ
ţôţʈ
ţhôţhʈh
đôđɖ
đhôđhɖɦ
murdhonno nô
(moddhennô)
nn
t
thôthh
d
dhôdhɦ
donto nô
(dontennô)
nn
pp
phôphph
bb
bhôbhbɦ
mm
ôntostho jô
(ontostejô)
j
bôe shunno rôrɾ
ll
talobbo shô
(taleboshshô)
sh and sʃ/s
murdhonno shôshʃ
donto shô
(donteshshô)
sh and sʃ/s
hh
য়ôntostho ô
(ontosteô)
e and -e/-
ড়đôe shunno ŗôŗɽ
ঢ়đhôe shunno ŗôŗhɽ

সংখ্যা

সংখ্যা
ইংরেজি সংখ্যা0123456789
বাংলা সংখ্যা
বাংলা নামshunnoêkduitincharpañchchhôeshatnôe
শূন্যএকদুইতিনচারপাঁচছয়সাতআটনয়
অসমীয়া নামxuinnoekduitinisaripassôyxatath

বাংলা সংযুক্তাক্ষর

বাংলা ভাষায় অনেক সময় কয়েকটি ব্যঞ্জনবর্ণ মিলে সংযুক্তাক্ষরের সৃষ্টি করে৷ নিচে কম্পিউটারে ইউনিকোড বাংলা ফন্টে লিখিত এমন কয়েকটি সংযুক্তাক্ষরের উদাহরণ দেওয়া হয়েছে৷ এই তালিকাটি সম্ভবত অপেক্ষাকৃত জটিল অক্ষর type করার ক্ষেত্রেও সহায়ক হতে পারে৷
  • র + ‍্য + া + প + ি + ড - র‌্যাপিড (ইংরেজি থেকে আসা শব্দ)
  • স + ং + খ + ‍্য + া – সংখ্যা
  • ক + ্ + ষ + ত + ্ + র + ি + য় – ক্ষত্রিয়
  • ত + ৃ + ষ + ্ + ণ + া – তৃষ্ণা
  • আ + শ + ্ + চ + র + ্ + য – আশ্চর্য
  • ন + ি + ক + ু + ঞ + ্ + জ – নিকুঞ্জ
  • জ + ্ + ঞ + া + ন – জ্ঞান
  • ব + ি + দ + ‍্য + ু + ৎ – বিদ্যুৎ
  • ত + ী + ক + ্ + ষ + ্ + ণ - তীক্ষ্ণ
  • ব + ৃ + ষ + ্ + ট + ি - বৃষ্টি
  • চ + ন + ্ + দ + ্ + র + ক + া + ন + ্ + ত – চন্দ্রকান্ত
  • স + ঞ + ্ + চ + ি + ত – সঞ্চিত
  • স + ু + স + ্ + থ - সুস্থ
  • ব + ি + স + ্ + ম + ি + ত – বিস্মিত
  • স + ঞ + ্ + জ + য় – সঞ্জয়
  • উ + ত + ্ + থ + ্ + া + ন – উত্থান
  • উ + ত + ্ + ত + র + া – উত্তরা
  • স + ৌ + ম + ‍্য – সৌম্য
  • প + ্ + র + শ + ্ + ন + চ + ি + হ + ্ + ন – প্রশ্নচিহ্ন
  • অ + প + র + া + হ + ্ + ণ - অপরাহ্ণ
  • জ + ‍্য + ৈ + ষ + ্ + ঠ – জ্যৈষ্ঠ
  • আ + ম + ন + ্ + ত + ্ + র + ণ – আমন্ত্রণ
  • ভ + ্ + র + ূ + ক + ু + ট + ি – ভ্রূকুটি
  • প + দ + ্ + ধ + ত + ি – পদ্ধতি
  • স + ্ + ম + ৃ + ত + ি - স্মৃতি


ইউনিকোডে বাংলা লিপির অবস্থান U+0980 ... U+09FF পর্যন্ত।
  0123456789ABCDEF
980 
990 
9A0 
9B0 ি
9C0 
9D0 ড়ঢ়য়
9E0 
9F0 ৿
উৎস: http://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE_%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE


Share on Google Plus

About Santali Pạrsi

0 comments:

Post a Comment