Place for Advertisement

Please Contact: spbjouralbd@gmail.com

ঘোড়াঘাট পরিদর্শন করলেন ভাটিকান রাষ্ট্রদূত মন্সিনিয়র মাসিমো

ঘোড়াঘাট প্রতিনিধি
গত মঙ্গলবার সকাল ৯ টায় দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার রঘুনাথপুর গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধে নিহতের ঘটনাস্থল পরিদর্শন করলেন ভাটিকান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মন্সিনিয়র মাসিমো।

উপজেলা বুলাকিপুর রোমান ক্যাথলিক (যীশু ধ্যান) মিশনে পরিদর্শনকালে মারিয়ামপুর মিশনের রেভাঃ ফাঃ জেরম ডি রোজারিও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে উপস্থাপনার মাধ্যমে ঘটনার বিবরণ তুলে ধরেন। রাষ্ট্রদূত আদিবাসীদের সকলের শান্তি কামনা করে ঈশ্বরের নিকট প্রার্থনা করার আহবান জানান। স্থানীয় আদিবাসীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ঈশ্বরের নিকট প্রার্থনা করেন। ঈশ্বরর কাছেই শান্তি। সংঘর্ষ কোন সমাধান বয়ে আনতে পারে না বরং সংঘাতের দিকে ঠেলে দেয়। গত ৬ জুন রঘুনাথপুর গ্রামে একটি আম বাগান দখল নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও তিন জন আহত হয়। ঘটনার পর আদিবাসীদের বাড়ি থেকে গরু লুট হয়। নিহতের ঘটনায় একজন শিশুসহ ৩৪ জন আদিবাসীকে আসামী করে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করা হয়। থানা পুলিশ এক শিশুসহ ৭ জন আদিবাসীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। পর দিন দিবাগত গভীর রাতে এক আসামী আদিবাসীর বাড়িতে দুর্বৃত্তরা অগি্নসংযোগ, বুলাকিপুর যীশু ধ্যান মিশনে হামলা, ভাঙচুর করে ।পরদিন জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য ঘটনাস্থল পরিদর্শন করেন। মিশনসহ আদিবাসী পাড়ায় আর্মড পুলিশ,দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ঘটনাটি আদিবাসীদের পক্ষ থেকে ও দিনাজপুর বিশপ সেবাষ্টিয়ান টুডু'র মাধ্যমে ভাটিকান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে অবগত করা হলে তিনি গতকাল মঙ্গলবার পরিদর্শনে আসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রেভাঃফাঃ আনসেলমো মার্ডী, রেভাঃফাঃ প্রশান্ত গোমেজ। এ সময় স্থানীয় আদিবাসীরা উপস্থিত ছিলেন।

Source:http://www.djanata.com/index.php?ref=MjBfMDZfMTJfMTNfMV85XzFfMzEzNzE=
Share on Google Plus

About Santali Pạrsi

0 comments:

Post a Comment