Place for Advertisement

Please Contact: spbjouralbd@gmail.com

পুরস্কারে দুর্নীতি, অভিযুক্ত বাম সরকার

বালুরঘাট: বাম আমলে নিজেদের লোকেদের আদিবাসী সান্তালি পুরস্কার দিত সরকার।রবিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে “কবি সারদা প্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার-২০১৩” প্রাপক সান্তালি নাট্যকার রবিলাল টুডু এই অভিযোগই করলেন। স্থানীয় মন্মথ মঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগ আয়োজিত অনুষ্ঠানে এদিন পুরস্কার নিতে আসেন নাট্যকার রবিলাল টুডু হাজির ছিলেন। তিনি বলেন, ২০০৪ সালে পশ্চিমবঙ্গ সান্তালি অ্যাকাডেমি গঠিত হলেও সেই সময়ে বামফ্রন্টের নিজেদের লোকেদের বাইরে অন্য কাউকে এই পুরস্কার দেওয়া হত না। বালুরঘাট মন্মথ মঞ্চে নাট্যকার রবিলাল টুডু অভিযোগ করে বলেন ষাটের দশক থেকে তিনি পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়কে তুলে ধরতে নাটক লিখেছেন।বামফ্রন্ট সরকার তাঁর এই প্রচেষ্টাকে কখনই সম্মান জানায়নি।
Share on Google Plus

About Santali Pạrsi

0 comments:

Post a Comment