Place for Advertisement

Please Contact: spbjouralbd@gmail.com

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তালিকায় আরো ২৩ আদিবাসী জাতির নাম অন্তর্ভূক্তি

আচিক নিউজ ডেস্ক: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 
সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০ এর তফসিলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে
বর্তমান ২৭টি জাতিগোষ্ঠীর সাথে আরো ২৩টি আদিবাসী জাতির নাম অন্তর্ভূক্ত
করতে যাচ্ছে সরকার। আর আগের তালিকা থেকে দু’টি জাতির নাম বাদ দেওয়া হচ্ছে।
নতুন সুপারিশ করা জাতিগুলো মিলিয়ে মোট হবে ৪৮টি জাতিগোষ্ঠী। গত ৩ মার্চ
২০১৫ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আদিবাসীদের নামের
তালিকা প্রস্তুতকরণের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত
হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তালিকা বিষয়ক জাতীয় কমিটির সভাপতি এ্যাড. প্রমোদ
মানকিন এমপি।
 
সভায় সুপারিশকৃত ২৩টি আদিবাসী জাতিগোষ্ঠীর নাম হলো- মাহাতো, কন্দ, কড়া, 
গঞ্জু, গড়াইত, গুর্খা, তেলী, তুরি, পাত্র, বাগদী, বানাই, বড়াইক, বেদিয়া,
ভিল, ভূমিজ/ভূইমালী, মালো, মাহালী, মুসহর, রাজোয়াড়, লোহার, শবর, হুদি ও হো।
আগের ২৭টি জাতিগোষ্ঠী হলো- চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গা, বম,
পাংখোয়া, চাক, খিয়াং, খুমি, লুসাই, কোচ, সাঁওতাল, ডালু, উসাই (উসুই),
রাখাইন, মণিপুরী, গারো, হাজং, খাসিয়া, মং, ওরাও, বর্মন, পাহাড়ী, মালপাহাড়ী,
মুন্ডা ও কোল। এই তালিকা থেকে উসুই এবং মং এর নাম বাদ দেওয়ার জন্য সুপারিশ
করা হয়েছে।

নতুন সুপারিশকৃত তালিকায় রবিদাস জাতিগোষ্ঠী বাদ পড়ায় এবং পুরনো তালিকা 
থেকে বর্মনের নাম বাদ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে আদিবাসী পরিষদ।
 
 
উল্লেখ্য, বাদপড়া আদিবাসীদের দাবির প্রেক্ষিতে সংস্কৃতি মন্ত্রণালয় 
কর্তৃক জেলা প্রশাসকদের কাছে আদিবাসীদের তালিকা প্রেরণের জন্য নির্দেশ
দেওয়া হয়েছিল। জেলা প্রশাসকদের পাঠানো তালিকায় ২২৮টি আদিবাসী জাতির নাম
পাওয়া যায়। পরে জেলা প্রশাসকদের পাঠানো তালিকা যাচাই বাছাইয়ের জন্য ছয়
সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়। সেই কমিটি ২৩টি আদিবাসী জাতির নাম
অন্তর্ভুক্তির জন্য সুপারিশ করে।
 
Source: http://www.achiknews24.com/%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80/%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%A8%E0%A7%83-%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95/
Share on Google Plus

About Santali Pạrsi

0 comments:

Post a Comment