Place for Advertisement

Please Contact: spbjouralbd@gmail.com

রিও অলিম্পিকঃ আর্চারী ইভেন্টের কোয়ার্টার ফাইনালে সান্তাল তরুণী

আইপিনিউজ ডেস্কঃ ব্রাজিলের রিও ডি জেনিরিওতে অনুষ্ঠিত “রিও অলিম্পিক-২০১৬” এর আর্চারী ইভেন্টে ব্যক্তিগত কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় পজিশনে আছে এক সান্তাল আদিবাসী তরুণী লক্ষীরাণী মাঝি। এর পূর্বের ব্যাক্তিগত রাউন্ডে প্রথম স্থানটিই দখল করেছিলেন লক্ষীরাণী মাঝি। দলীয় আর্চারী ইভেন্টে তাঁর দল আছে ৭ নাম্বার পজিশনে। বিশ্ব র‍্যাংকিং এ ৪৩ তম স্থানে আছেন লক্ষীরাণী মাঝি।
২৭ বছর বয়সী লক্ষীরাণীর জন্ম ভারতের ঝাড়খন্ডের বাগুলা নামের একটি প্রত্যন্ত গ্রামে। ১৯৮৯ সালের ২৬ শে জানুয়ারী জন্ম নেওয়া এই তরুনীর পারিবারিক নাম লক্ষী মুর্মু। কয়লা শ্রমিক বাবার সামান্য আয়ের সংসারে বেড়ে উঠা লক্ষীরাণী ধনুর্বিদ্যা সম্পর্কে কিছু জানতেননা, কিন্তু তিনি ছোটবেলা থেকেই অনেককেই জীবিকা নির্বাহ করার তাগিদে ধনুর্বিদ্যায় যোগ দিতে দেখেন। সেখান থেকেই তিনি ধনুর্বিদ্যার প্রতি আগ্রহী হন। পরবর্তীতে ভারতের আর্চারী একাডেমী লক্ষীরানীর কলেজে সফর করতে এসে লক্ষীরাণির প্রতিভার খোঁজ পান। লক্ষীরাণী মাঝি বর্তমানে বিলাসপুর রেল স্টেশনে কর্মরত আছেন।
অলিম্পিকের আর্চারী ইভেন্টে লক্ষীরাণীর সাথে তাঁর দলে আছেন দীপিকা কুমারী এবং বমবায়লা দেবী। আর্চারী ইভেন্ট ছাড়াও রিলে ৪x৪০০ ইভেন্টে ভারতের হয়ে অংশগ্রহণ করছেন আরেক সান্তাল তরুণী জৌউনা মুর্মু। লক্ষীরাণী মাঝি রিও অলিম্পিকের আগে গত বছর ডেনমার্কে অনুষ্ঠিত “ওয়ার্ল্ড আর্চারী চ্যাম্পিয়নশিপ-২০১৫” তে রৌপ্য পদক জিতেন।
Share on Google Plus

About Santali Pạrsi

0 comments:

Post a Comment