গাইবান্ধার গোবিন্দগঞ্জ, দিনাজপুর ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে আদিবাসী জনগোষ্ঠীকে বসতি থেকে উচ্ছেদ, তাদের ওপর নির্যাতন ও অন্যায্য হামলার প্রতিবাদে আজ বিকাল সাড়ে ৪টায় সমাবেশ করবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। রাজধানীর শাহবাগ মোড়ে এটি অনুষ্ঠিত হবে। এতে উদীচী কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগর সংসদ ও এর অন্তর্ভুক্ত বিভিন্ন শাখা সংসদের নেতাকর্মীরা অংশ নেবেন।
উদীচী মনে করে, স্বাধীন বাংলাদেশে বাঙালিদের পাশাপাশি সব আদিবাসী জনগোষ্ঠীর নিজ নিজ ভূমিতে স্বাধীনভাবে বসবাস করার অধিকার রয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আদিবাসীদের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এটি নিঃসন্দেহে ঘৃণ্য। এর মধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় ৬ নভেম্বর পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আদিবাসী সাঁওতালপল্লিতে উচ্ছেদ অভিযান চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। ওইদিন প্রায় ৬০০ ঘর ও বিদ্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। ফলে অন্তত আড়াই হাজার পরিবার গৃহহীন হয়ে আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। এ ছাড়া দিনাজপুর ও রংপুরেও আদিবাসীদের ওপর নির্যাতনের সংবাদ পাওয়া গেছে। কিছুদিন আগে রাজধানীর গুলশানে এক আদিবাসী তরুণীকে ধর্ষণ করা হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এসব ঘটনার তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
উৎস: http://www.dainikamadershomoy.com/todays-paper/entertainment-time/46630/%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%80%E0%A6%9A%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6
0 comments:
Post a Comment