Place for Advertisement

Please Contact: spbjouralbd@gmail.com

সাঁওতালি ভাষার উইকি সম্পর্কে রাগিব হাসান (বাংলা উইকি’র প্রশাসক ও প্রধান প্রতিষ্ঠাতা/নির্মাতা) এর শুভেচ্ছা ...


সাঁওতালী উইকিপিডিয়ার জন্য যারা কাজকরছেন, সবাইকেঅনেক ধন্যবাদ।উইকিমিডিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার কর্মীরাইতিমধ্যেই আপনাদের সাথে যোগাযোগ করেছেএবং পরেরপ্রতিটি ধাপেপ্রাতিষ্ঠানিক সহায়তা দিয়ে যাবে। এইব্যাপারটি সবাইকে জানাবার জন্য বিপ্লবরহমান ভাইকেওঅনেক ধন্যবাদ।উনার মাধ্যমেইআসলে সাঁওতাল চাকমাভাষাভাষীদের সাথে যোগাযোগ সম্ভব হয়েছে।
বাংলাদেশের ভাষাগুলোর মধ্যে বাংলার পরেএসেছিলো বিষ্ণুপ্রিয়ামণিপুরি উইকিপিডিয়া, যার কাজএকাই অনেকএগিয়ে নিয়েছিলেননিউইয়র্ক প্রবাসীউত্তম সিংহ।তবে ইউজারকমিউনিটি গড়েনা ওঠায়সেটার কাজথেমে গেছে।সাঁওতালীর ক্ষেত্রে যাতে সেটা নাহয়, সেজন্যপ্রথম থেকেইকমিউনিটি গঠনেরকাজ করতেহবে
উইকিপিডিয়াতে অনেক ক্ষুদ্র ভাষায় বিশ্বকোষআছে, এমনকিএমন অনেক(ইউরোপীয়) ভাষা আছে যার ভাষাভাষীরসংখ্যা সাঁওতালীরবা চাকমাভাষার চাইতেঅনেক অনেককম। তাইউইকিমিডিয়া ফাউন্ডেশন এরকম ক্ষুদ্রতর ভাষারবিশ্বকোষ বিকাশেরউপরে বেশগুরুত্ব দিচ্ছে।
আমার স্বপ্ন, বাংলাদেশের প্রতিটি ভাষায় তথ্যের ভাণ্ডারগড়ে উঠবে।আর ডিজিটালপ্রযুক্তি আমাদের এনে দেবে আরেকএকুশ। সাঁওতালীউইকিপিডিয়ার বাস্তবায়ন হয়ে উঠুক এইস্বপ্নের দিকেপ্রথম পদক্ষেপ
ড. রাগিব হাসান (বাংলা উইকি প্রশাসক ও প্রধান প্রতিষ্ঠাতা/নির্মাতা)

 Source: http://mukto-mona.com/bangla_blog/?p=25079
*****************************************************************************
Share on Google Plus

About Santali Pạrsi

0 comments:

Post a Comment