নিজস্ব সংবাদদাতা
রাঁচি, ২৫ নভেম্বর, ২০১৫, ০৩:২১:৩০
শুধু বাংলা, ইংরাজি, হিন্দি নয় সাওতালি, গুরুমুখি ভাষার বইয়ের স্টলও খুলেছে
জামশেদপুর বইমেলায়। জামশেদপুর রবীন্দ্রভবন মাঠে বইমেলা শুরু হয়েছে শনিবার
থেকে। চলবে ২৯ তারিখ পর্যন্ত। মেলার সংগঠক জামশেদপুর টেগোর সোসাইটির পক্ষে
সাধারণ সম্পাদক আশিস চৌধুরী জানিয়েছেন, এ বার বইমেলার থিম শান্তি একতা ও
ভালবাসা। মোট স্টল থাকবে ২০৫টি। ৭১ জন প্রকাশক মেলায় এসেছেন। মেলার
সুরক্ষায় সিসিটিভি, অগ্নি নির্বাপন ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বইমেলা
ঘিরে শুধু জামশেদপুর নয় আশপাশের জেলার মানুষদেরও খুব উৎসাহ থাকে, জানালেন
আশিসবাবু। বইমেলায় অাসা জামশেদপুরের বাঙালি অর্নিবাণ কুণ্ডু বলেন, ‘‘শুধু
বড়দের নয়, ছোটদের স্টলগুলোও খুব ভাল। পাঠ্যবই ছাড়া গল্পের বই, কমিকসের
ভাল স্টক রয়েছে।’’ মেলায় রয়েছে খাবারেরর স্টলও।
0 comments:
Post a Comment