Place for Advertisement

Please Contact: spbjouralbd@gmail.com

সাঁওতালি ভাষায় পাঠ্যবই মুদ্রণের সম্ভাব্যতা যাচাইয়ে সুপারিশ

নিজস্ব প্রতিবেদক ১৯ এপ্রিল ২০১৭, ০০:০০
সাঁওতাল জনগোষ্ঠীর জন্য সাঁওতালি (রোমান হরফ) বর্ণমালায় পাঠ্যপুস্তক মুদ্রণ ও পাঠদানের বিষয়ে সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা) সভাপতি করে কমিটি গঠনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। ওই কমিটিকে সংশ্লিষ্ট এলাকার সাঁওতাল জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সংসদীয় কমিটিতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল সংসদ ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সদস্য নজরুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, ‘যেসব এলাকায় সাঁওতালরা বাস করেন, আমরা সেসব এলাকার এডিসিকে (শিক্ষা) সভাপতি করে রোমান হরফে সাঁওতালি ভাষায় বই মুদ্রণের সম্ভাবতা যাচাই করে একটি প্রতিবেদন দিতে বলেছি।’
চলতি বছর সরকার প্রাথমিক পর্যায়ে প্রাক-প্রাথমিক স্তরে মারমা, চাকমা, ত্রিপুরা, সাদ্রী ও গারো ভাষায় বই মুদ্রণ করেছে। আগামীতে অন্যান্য শ্রেণিতেও এসব ভাষায় বই মুদ্রণ করা হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, সাঁওতাল জনগোষ্ঠী বাংলা বর্ণমালায় বই না ছাপিয়ে রোমান হরফে তাদের ভাষায় মুদ্রণের দাবিতে গত ৬ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করে।
এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ে সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী ও বিত্তবান অভিভাবকদের আর্থিক সহায়তায় ‘মিড ডে মিল’ কার্যক্রম চালু রাখার কথা বলা হয়। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে ‘মা সমাবেশ’-এর কার্যক্রম অব্যাহত রাখার জোর সুপারিশ করা হয়।
http://www.dainikamadershomoy.com/todays-paper/khobor/75215/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%81%E0%A6%93%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%87-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6
Share on Google Plus

About Santali Pạrsi

0 comments:

Post a Comment